1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

শেখ দিদারুল ইসলাম,চট্টগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৮৪ বার

চট্টগ্রামে ভ্যাট কমিশনের অভিযানের প্রতিবাদে সীতাকুণ্ডের সবগুলো জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে জাহাজভাঙা কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) কারখানা বন্ধ ঘোষণা করে। মঙ্গলবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত সীতাকুণ্ডের ভাটিয়ারিতে চারটি জাহাজভাঙা কারখানায় অভিযান চালায় ভ্যাট কমিশন। এগুলো হলো- ভাটিয়ারি স্টিল শিপব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ড ও এসএন করপোরেশন।এর মধ্যে এসএন করপোরেশন চট্টগ্রামের শিল্পপতি ও ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর মালিকানাধীন। ২০১৯ সালে তার এসএন করপোরেশন ২১টি জাহাজ আমদানি করে। এগুলোর আমদানি ব্যয় ছিল এক হাজার ২৬৬ কোটি ৬৩ লাখ ৩২ হাজার ৮৮৬ টাকা। এ সময় ভ্যাট ফাঁকির অভিযোগে কারখানাগুলোর কার্যালয় থেকে বেশ কিছু নথি ও সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনার প্রতিবাদে সীতাকুণ্ডের সবগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিএসবিআরএ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড এলাকায় প্রায় ১৫০টি জাহাজভাঙা কারখানা রয়েছে। তবে এর মধ্যে অর্ধেকেরও কম কারখানা সচল রয়েছে। সচল থাকা কারখানাগুলোতে অন্তত ২০ হাজার শ্রমিক কাজ করেন। কারখানা বন্ধ ঘোষণায় বুধবার থেকে তারা কর্মহীন হয়ে পড়েছেন। এতে আজ বুধবার (১০ নভেম্বর) থেকে কারখানাগুলোতে জাহাজ কাটিং, স্ক্র্যাপ সরবরাহসহ সকল কাজ বন্ধ রয়েছে। বিএসবিআরএ’র সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই মঙ্গলবার চারটি কারখানায় অভিযান পরিচালনা করে ভ্যাট কমিশন। কমিশনের তিনটি দল অভিযানের নামে কারখানাগুলোতে অফিসিয়াল কাগজপত্র তছনছ করেছে। এছাড়া কারখানা থেকে বেশ কিছু নথি ও কম্পিউটার ভ্যাট কার্যালয়ে নিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার থেকে সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের অতিরিক্ত কমিশনার বলেন, মঙ্গলবার চারটি কারখানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্যাট ফাঁকি দিচ্ছে- এমন সন্দেহে কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net