1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ১৬ ইউপিতে ভোটের লড়াই আজ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

মীরসরাইয়ে ১৬ ইউপিতে ভোটের লড়াই আজ

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৪৫ বার

মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন আজ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের বা পছন্দের প্রার্থী বাছাই করবেন আজ। এর আগে বিনা প্রতিদ্ব›িদ্বতায় ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোটের উত্তাপ কিছুটা কমে এসেছিলো। তবে শেষ মুহূর্তে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে প্রার্থীদের প্রচারে ভোটারদের আগ্রহ কিছুটা বাড়ে। এবার ১৪৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন নির্বাচন করবেন। গত মঙ্গলবার প্রচারের শেষ দিনেও এলাকা চষে বেড়িয়েছেন প্রার্থীরা ও তাদের সমর্থকেরা। প্রতীক বরাদ্দের পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। ভোটারদের আস্থা অর্জনে দিয়েছেন নানা প্রতিশ্রæতি। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়িয়ে চায়ের দোকানেও চলছে প্রার্থীদের প্রচার। তবে উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থী বেঁচে নেবেন বলে জানান ভোটাররা। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোছাইন জানান, মোট ১৪৮ টি ভোট কেন্দ্রের ৯’শ টি কক্ষে ভোট গ্রহণ চলবে। ১৬টি ইউনিয়নে কোন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি। ৯নং মিরসরাই সদর ইউনিয়নে ইভিএমে ও বাকি ১৫টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৪৮ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯’শ জন সহকারি প্রিসাইডিং কর্মকর্তা, ১ হাজার ৮’শ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, প্রতিকেন্দ্রে ৫-৭ জন পুলিশ, ১৮-২০ জন আনসার সদস্য নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোজ্জামেল হোসেন জানান, নির্বাচিত হলে গরিব এবং অসহায় মানুষের পাশে থাকতে চান। ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বার্থে পুরো এলাকায় সড়কবাতি এবং শৌচাগারের সুবিধা নিশ্চিত করবেন। সন্ত্রাস, মাদক, ইভ টিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন বলে জানান তিনি।
মঘাদিয়া ইউনিয়নের ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগম ফারুল জানান, অধিকার আদায়ে জনগণের পাশে থাকবেন। তিনি দাবি করেন, ভোটাররা তাঁকে কর্ম গুণেই ভোট দেবেন। আগের নির্বাচনের মতো এবারও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান ঘটনা রোধে পুলিশি টহল বাড়ানোর হয়েছে। ভোটের সময় প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিাজিত থাকবেন। তাছাড়াও প্রতি কেন্দ্রে পুলিশের সঙ্গে বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। কয়েক পল্টাটুন বিজিবি, আনসার, পুলিশ ও র‌্যাব মোতায়েন আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net