রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের চান্দের দিঘির পাড় আকমল সিকদার বাড়ি ও প্রবাসীদের ব্যাবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আয়োজিত আজিমুশশান মিলাদ মাহফিল গত রাতে অনুষ্টিত হয়। সোহানুর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা হযরত মাওলানা মুহাম্মদ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন নব নির্ববাচিত স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ লোকমান হোসেন, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা, মুহাম্মদ আবু তাহের, প্রকৌশলী আনোয়ারুল আজিম সিদ্দিকী, মো. লিয়াকত আলী চৌধুরী।
বিশেষ বক্তা ছিলেন বারীয়া শফিকুল মুনীর ছাত্র পরিষদ বাংলাদেশ এর চেয়ারম্যান, উদীয়মান তরুণ বক্তা, শিরী জবান, মুজাহিদে মিল্লাত,শায়েরে আহলে সুন্নাত হযরত মাওলানা মীর মুহাম্মদ কাউছার ফয়েজী (মঃজিঃআঃ) ও কর্ণফুলী সোলতানিয়া আহমদ ছাফা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ জাহেদুল আলম আহমদী ছাহেব,
এতে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক জনাব.জমির হোসেন সওদাগর, প্রচার সম্পাদক জাপর আহম্মদ সওদাগর, কাইছার হামিদ, প্রকৌশলী আসাদুজ্জামান মাসুদ, আকতার হোসেন ঈসান, হারুনুর রশিদ রানা, সোলাইমান সওদাগর, নেজামুল হক, রানা মনি, মৌলানা আজিজুল হক, মৌলানা গিয়াস উদ্দীনসহ ধর্মপ্রান শত শত মুসল্লী ।পরিশেষে সকলের মনবাসনা ও উপস্থিত সকলের সুস্থ দীর্ঘ আয়ু কামনা এবং প্রবাস থেকে যাহারা সাহয্য সহযোগীতা করেছেন তাহাদের জন্য বিশেষ মুনাজাতের মাধ্যামে মাহফিলের সমাপ্তি করা হয়।