1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

রামগড়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২০৪ বার

খাগড়াছড়ির রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে রবি মৌসুমে (২০২১-২০২২) অর্থ বছরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুরি ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন কৃষকের মাঝে ২ কেজি ভুট্টা ও ৫০জন কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি সার, এমওপি সার ১০কেজি করে বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি উপ-সহকারি উদ্ভিদ ও সংরক্ষন কর্মকর্তা মো. সানাউল হকের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার মো. আলী আহমদ (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এসময়, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীগন, স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও ব্লক সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net