একজন সফল শিক্ষানুরাগী হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ জসিম উদ্দীনকে ২০২১ সালের সম্মাননা স্মারকে ভূষিত করা হয়েছে।
সফল শিক্ষানুরাগী হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননাপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দীন জানিয়েছেন, কোন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পাওয়া বড় কথা নয়। সমাজে মানুষের কল্যানে নিয়োজিত হলে যে তৃপ্তি পাওয়া যায় এটাই মানবতা। প্রতিটি ধর্মই মানুষের কল্যানে কাজ করার নির্দেশ দিয়েছে। আমিও সারা জীবন মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।
এদিকে মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ জসিম উদ্দীন সম্মাননা লাভ করায় মাদরাসার কর্মরত শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রহিমুর রেজা।