রাউজানের হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমনের ব্যবস্থাপনায় হযরত গাউসুল আজম শাহ্সুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী (কঃ) ও হযরত নজির আহম্মদ শাহ্ মাইজভাণ্ডারী (কঃ) এর ফাতেহা উপলক্ষ্যে মিলাদ মাহফিল আয়োজন করা হয়। ৮ নভেম্বর সোমবার দুপুরে হলদিয়া বৃন্দাবনপুর এলাকায় বটপুকুরিয়া দরবারে এই আয়োজন করা হয়েছে। মাহফিলে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা জালাল আহম্মেদ, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, আ.লীগ নেতা মোহাম্মদ রফিক,এমদাদ তালুকদার,নাছির উদ্দিন ইলিয়াছ, রাউজান প্রেসক্লাবের সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ,যু্বলীগ নেতা মোহাম্মদ শাহ্জাহান, আমির হোসেন, জয়নাল আবেদীন, মোহাম্মদ হানিফ,রোকন উদ্দিন, আবছার উদ্দিন, মামুন মিয়া, মোহাম্মদ সাব্বির, শওকত হোসেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আলী হাসান শান, মোহাম্মদ বেলালসহ অনেকেই।