বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গহিরা আইডিয়্যাল স্কুলের কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় এই কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন করেন
বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী মনছুর মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগেে সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল,বিশেষ অতিথি ছিলেন
রাউজান পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক মুছা আলম খান চৌধুরীর সভাপতিত্বে ও রাউজান উপজেলা ছাত্রলীগের সধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু সঞ্চালনায় উপস্থিত ছিলেনসালাউদ্দিন খান মাসুদ, স্কুল পরিচালক রাজু ভট্টাচার্য,প্রিন্সিপাল নাজমা রহমান রুহি, যুবলীগ নেতা আজাদ খাঁন, জিকু দত্ত, সালমান শিপুল,শিক্ষিকা শেখ শাহেলা শাররমীন,পরিচালক হুমাইন কবির চৌধুরী, নিপন চৌধুরী, শিক্ষিকা প্রিয়াংকা বড়ুয়া,জান্নাতুল নাঈমা, ইসরাত আরা, সানজিদা চৌধুরী, ইয়াকুব করিম, কামরুল ইসলামসহ ছাত্র-ছাত্রীরা সাথে অভিভাবকগণ৷স্কুল কর্তৃপক্ষ জানায় বর্তমান এই স্কুলের শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম চলতেছে।