চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. আসমা সিরাজুদ্দীন ২১ডিসেম্বর ২০২১ মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে …..রাজেউন)। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঘাসফুল চেয়ারম্যান ও চবি সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। তারা শোকবাণীতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারবর্গে প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য অধ্যাপক ড. আসমা সিরাজুদ্দীন জাতীয় অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনের সহধর্মিনী।