নিউ এনকে ট্রাবেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারীরা এস এম আব্দুল করিম এসোসিয়েশন অব ট্রাবেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এর আপিল বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। আটাব এর ২০২১-২০২৩ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত আটাব এর ১২ তম কার্যনির্বাহী কমিটির সভায় গঠিত আপিল বোর্ডের সদস্য মনোনীত করা হয় তাঁকে। আটাব এর মহাসচিব মাজহারুল এইচ ভুঁইয়া স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।