আনোয়ারা প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল ও পোশাক) এতিমখানা ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরের ইমাম বুখারী দারুল কুরআন মাদ্রাসী হেফজখানা ও এতিমখানা ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ সময় আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল নূর বলেন – আনোয়ারা প্রেসক্লাব শুরু থেকে গরীব অসহায় এতিম ও দুস্থদের মাঝে কম্বল, পোশাক বিভিন্ন সামগ্রী বিতরণ করে আসতেছে।এর ধারাবাহিকতার আজকে ইমাম বুখারী দারুল কুরআন মাদ্রাসী হেফজখানা ও এতিমখানা ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল ও পোশাক ) বিতরণ করা হয়েছে। আজ থেকে শীত বিতরণ শুভ উদ্বোধন করা করছি। ভবিষ্যতে আমরা আরও তালিকা করে দুস্থ ও শীতার্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আবদুর নুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ,দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয়, শেখ আব্দুল্লাহ প্রমুখ।