কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বেলা এগারটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিবাসী দিবস উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা মো: নাছির উদ্দীন, চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের সভাপতি ইউসুফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক এনামুল হক নোমান, ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের চৌদ্দগ্রাম ফিল্ড অর্গানাইজার মো: জসিম উদ্দীন, চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের সহ-সভাপতি মাহমুদুল হাসান মাসুদ, কোষাধ্যক্ষ ডা. শাহিন আলম, দপ্তর সম্পাদক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, সদস্য বেলায়েত হোসেন তনু, আব্দুল্লাহ্ আল মামুন, সাংবাদিক খোরশেদ আলম প্রমুখ।