1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউপি নির্বাচনে পিতা-পুত্রের লড়াই! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাকসু নির্বাচন: ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের রোডম্যাপ প্রকাশ: রোজার আগে ভোট, ডিসেম্বরেই তফসিল পিআর পদ্ধতিতে নির্বাচন করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে- সেলিম উদ্দিন চন্দনাইশে ১টি এলজি ওয়ান শুটার ২টি সীসা কার্তুজ সহ ১জন গ্রেপ্তার রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে দেড় লক্ষ টাকা জরিমানা দুই মাস পর রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার পিআর টিআর বুঝি না, আগের পদ্ধতিতেই নির্বাচন হবে : বরকত উল্লাহ বুলু কর্ণফুলীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া স্বর্ণের চেইন ফেরৎ দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যবসায়ী মাসুদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, প্রকাশ শিগগিরই : ইসি মাছউদ

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউপি নির্বাচনে পিতা-পুত্রের লড়াই!

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২০৫ বার

আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একে অপরের বিরুদ্ধে লড়ছেন পিতা-পুত্র। পিতা সাবেক চেয়ারম্যান শাহআলম মোল্লা লড়ছেন জাকের পার্টির হয়ে গোলাপ ফুল প্রতীক নিয়ে। অপরদিকে ছেলে ফয়সাল মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে পিতার পরিচিতি থাকলেও ভোটের মাঠে পুত্রের অবস্থান একেবারেই নতুনদের কাতারে।

এদিকে পিতা-পুত্র একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতাকে কেন্দ্র করে সমগ্র ইউনিয়নে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। কৌতুহলী জনতার একাংশ পিতা-পুত্রের লড়াইকে দেখছেন মাইলফলক হিসেবে। এছাড়াও অনেকেই পিতা-পুত্রের লড়াইকে নিজেদের মধ্যে ভোটের কৌশলের অংশ হিসেবেও দেখছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন রাজনৈতিক ভাবে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। মনোনয়ন যাচাই-বাছাই এবং প্রত্যাহার শেষে অন্তত ১০জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম। এর মধ্যে প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন আ’লীগের মনোনীত প্রার্থী মাহফুজ আলম, গোলাপ ফুল প্রতীকে শাহআলম মোল্লা, রজনীগন্ধা প্রতীকে আবদুল কাইউম, আনারস প্রতীকে জসিম উদ্দিন মুহুরী, টেলিফোন প্রতীকে মহিন উদ্দিন, চশমা মার্কা প্রতীকে ফয়সাল মোল্লা, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম। অন্য প্রার্থীদের প্রচার-প্রচারণা নেই বললেই চলে।

সাবেক চেয়ারম্যান শাহআলম মোল্লা বলেন, বিগত সময়ে জনগণের ভোটে ১৯ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। বিগত সময়েও আমি এবং আমার পরিবার জনগণের পাশে ছিলাম। গত ২টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে আমাদেরকে পরিকল্পিতভাবে পরাজিত করানো হয়েছে। ইনশাআল্লাহ আগামী ২৬ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে গোলাপ ফুল প্রতীকে আমি নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net