শতাব্দীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী নাসের চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয়ের বরদাচরণ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নিউরোসার্জন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য দেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়ল, পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোহাম্মদ শোয়াইব। সিনিয়র শিক্ষক সেবিকা মুখার্জী, শফিউল আজম। মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ হাশেম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইতিহাস অধ্যয়ন করে বাস্তবিক জীবনে ছাত্রদের প্রয়োগ করে দেশপ্রেমে উজ্জ্বীবিত হবার আহবান জানান। দিবসটি উপলক্ষ্যে তিনি অতিথিদের সকলকে নিয়ে একটি দেয়ালিকা উন্মোচন করেন।