কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর উদ্যোগে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে উপস্থিত হতে থাকে। বিকেলে সেখান থেকে বিশাল র্যালীটি বের হয়ে হোমনা টু গৌরিপুর সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাছেদ সরকার, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা। র্যালীর পূর্বে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নিজ অর্থায়নে বীর মুক্তিযোদ্ধাদের কম্বল উপহার দেন।