মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম। এই সময় বারইয়ারহাট পৌর সচিব সমর কান্তি চাকমাসহ পৌর কর্মকর্তা, কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
বারইয়ারহাট পৌরসভা সচিব সমর কান্তি চাকমা জানান, পৌরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ বিষয়ে বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম জানান, বারইয়ারহাট পৌরসভায় মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রম চলবে ৫ ডিসেম্বর থেকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।