মীরসরাই উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ড হতে নবনির্বাচিত ইউপি সদস্যদের কমরআলী বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কমরআলী বাজারে কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নাজমুল আবেদীন এর সঞ্চালনায় এবং বাজার উন্নয়ন কমিটির সভাপতি রুহুল আমিন রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূইয়া, সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, যুগ্ন সম্পাদক এরাদুল হক ভুট্টু, উপকুল সমাজ উন্নয়ন সংস্থা পরিচাল, জোবায়ের ফারুক লিটন, মীরসরাই উপজেলার আওয়ামীলীগের সদস্য আমিনের রহমান হারুন,হাইতকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাষ্টার ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক মাষ্টার নাদেরে জমান, কমরআলী বাজার কমিটি সাধারণ নজরুল ইসলাম মমিন, সংবর্ধিত ইউপি সদস্যরা হলেন, হাইতকান্দি ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কলিম উল্যাহ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য সালা উদ্দিন রিয়াদ, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য কোরবান আলী, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বেলাল উদ্দিন, ১নং সৈয়দপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য জামসেদ আলম,
হাইতকান্দি ইউনিয়ন পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী, সহ ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, আমি ১৪ নং হাইতকান্দি ইউনিয়নবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ। তাদের দোয়া, সমর্থন ও ভালোবাসায় আমি পঞ্চমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বিগত প্রায় ২২ বছর ধরে এই ইউনিয়নের মানুষের সুঃখে- দুঃখে রয়েছি। আমার প্রিয় নেতা সাবেক মন্ত্রী, সাতবারের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সার্বিক দিক নির্দেশনায় হাইতকান্দিতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছি আগামীতে ও করবো ।