রাউজানে প্রতিবন্ধী ইকবাল তাঁর বসত ভিটায় গভাদি পশু লালন পালন করে তার অসহায় মাতা ভেদুরা বেগমকে নিয়ে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করে সংসার চালাতেন। গত ১ ডিসেম্বর বুধবার দিবাগত রাতেই প্রতিবন্ধী ইকবালের বসতঘরের পাশে গোয়াল ঘর থেকে লালন করা তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুবৃত্তরা।এরমধ্যে একটি গাভী বাচুরসহ ও একটি ষাড় চুরি করে নিয়ে যায়।তিনটি গরুর বাজার মুল্য ২লাখ টাকা বলে জানান প্রতিবন্ধী ইকবাল। ইকবাল উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান জারুলতলা এলাকার ভুইয়ালা বাড়ীর মৃত শফির পুত্র।তাঁর মাতা ভেদুরা বেগম তার প্রতিবন্ধী পুত্র ইকাবালের তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ায় কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার আসহায় পুত্রের তিনটি গরু ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহায়তা চাই।এব্যাপারে রাউজান ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার জহির উদ্দিন বলেন, রাতেই প্রতিবন্ধী ইকবালের তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার পর গতকাল রাউজানের বিভিন্ন এলাকায় ঘুরে চুরি করে নিয়ে যাওয়া গরুর কোন হতদিস পাইনি।প্রতিবন্বী ইকবাল বলেন গরু চুরি ঘটনায় রাউজান থানায় অভিযোগ করা হয়েছে। এব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গরু চুরির ঘটনার বিষয়ে থানায় কোন দেওয়া হয়েছে কিনা আমি অবগত নয়। দায়িত্ব পালনকারী ডিউটি অফিসারের কাছে অভিযোগ করছে বলে মনে হয়।