স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব । স্বাধীনতার শত্রুরা হুশিয়ার সাবধান । বিজয়ের এই দিনে মুজিব তোমায় মনে পরে। এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
আজ এই দিনে বাংলাদেশের জন্ম হয়েছে বাঙালি জাতির উৎসবের দিন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন। তাই দিবসটি উপলক্ষে মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানায় ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীরা।
এর পর ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানান মহিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন (সাবানা), ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা। মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র , ছাত্রীরা ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানান । এবং একই সাথে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানান মৌডুবী হাই-এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। এবং বিভিন্ন পেশার মানুষ।