শুক্রবার (২৪ ডিসেম্বর) নির্দিষ্ট সময় পর্যন্ত চট্টগ্রাম কালুরঘাটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রাম কালুরঘাটের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
২৪ ডিসেম্বর ২০২১ (শুক্রবার)
সকাল ৬টা থেকে সকাল ৯টা: বিক্রয় ও বিতরণ বিভাগ কালুরঘাট এর আওতাধীন মোহরা-কালুরঘাট ৩৩ কেভি, এরামিট ৩৩ কেভি লাইন এবং ১১ কেভি ফিডার কালুরঘাট-২,১০,১১,১২,১৪ ও ১৬ এর আওতায় হামিদচর, সিএন্ডবি, এফআইডিসি রোড, আটগাছ তলা, বিসিক, এরামিট গ্রুপ, বার্জার পেইন্টস, রিয়াজ উদ্দিন উকিল রোড, বালুরটাল, শাপলা ক্লাব, চর রাঙ্গামাটিয়া, বড়ুয়া পাড়া, জিনের বাড়ি, বরিশাল বাজার, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, মৌলভি পুকুর পাড়, জিকে স্টীল, নুরুল হক কন্ট্রাকটর বাড়ি চাঁদের বাড়ি, সানওয়ারা আ/এ, পাঠানিয়া গোদা, খ্রিস্টান পাড়া, নুরুজ্জামান নাজির বাড়ি, গোলাম আলী নাজির বাড়ি, বিএসসি বাড়ি, শহীদপাড়া, বাস টার্মিনাল, আরাকান রোড, নাথপাড়া, রোজ গার্ডেন, কেরানী বাড়ি, জালালখান বাড়ি, খতিব বাড়ি, বহদ্দারহাট মদিনা হোটেল সংলগ্ন এলাকা, রূপালী আ/এ, বহদ্দারহাট বাস টার্মিনাল, এজাজ হাউজিং, চট্টগ্রাম ওয়াসার এক্সপ্রেস ফিডার (কালুরঘাট-১৬) এর আওতাধীন পাম্পসমূহ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।