হাটহাজারীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা এবং কয়েকজনকে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালাবাদশা পাড়া এলাকায় আর্থিক দ্বন্ধ ও আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাতে এঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় নিহতের নাম হোসেন এলাহী বাচা (৩৫), এতে মোমেন এলাহী নামীয় একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
আহতের স্ত্রী বলেন, এলাকার একটি চায়ের দোকানে তার স্বামী ও ভাসুর হোসেন চা খাচ্ছিলেন। হঠাৎ মুখোশধারী কয়েক সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালালে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।’
উপস্থিত লোকজন উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাতেই চমেকে হোসেন মারা যান।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেকুল মজিদ বলেন, আহত দুই ব্যক্তির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চমেকে পাঠিয়ে দেয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন- এখনো পরিবারের পক্ষে মামলা করেনি। তবে, অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।’