চট্টগ্রামস্থ হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সম্প্রতি অনুষ্ঠিত সভায় সিজেকেএস আয়োজিত ২য় বিভাগ ফুটবল লীগে হাটহাজারী উপজেলার পক্ষে শক্তিশালী দল গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।
বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও কাসেম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম’কে চেয়ারম্যান এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক রিলায়েন্স শিপিং এর সত্ত্বাধিকারী মোহাম্মদ রাশেদকে ম্যানেজার মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট ফুটবল কমিটি গঠন করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়।
হাটহাজারী পৌরসভা সহায়ক কমিটির সদস্য এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ক্রীড়া সংস্থার অন্য সদস্যগণও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২য় বিভাগ ফুটবল লীগের খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে গতকাল হতেই।