1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী নদী ও সর্তা খালের জল পথে অভিনব কায়দায় লাখ লাখ টাকার কাঠ পাচার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি হাসিনার মামলার রায় আজ * ট্রাইব্যুনালে হাজির রাজসাক্ষী মামুন নবীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আইডিয়াল ল্যাবরেটরী স্কুলের ৫ম শিক্ষাবৃত্তি সম্পন্ন  চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক চৌদ্দগ্রামে প্রবাসী আবু বক্করের হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশের মানুষ আর মাস্তান-চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেবে না : ডা. তাহের পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায় হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে- মির্জা ফখরুল

কর্ণফুলী নদী ও সর্তা খালের জল পথে অভিনব কায়দায় লাখ লাখ টাকার কাঠ পাচার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি |
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩০৭ বার

কর্ণফুলী নদী ও সর্তা খালের জল পথে লাখ লাখ টাকার কাঠ পাচার করছেন পাচারকারী চক্রের সদস্যরা।পার্বত্যঞ্চলের বিভিন্ন বনায়ন থেকে নিধন করা কাঠ কর্ণফুলী নদী ও সর্তার খালের জল পথে বাঁশের ছালি ও যান্ত্রিক নৌযানে এনে স্তুপ করে রাউজানের শতাধিক করাত কলে।কর্ণফুলী নদী দিয়ে আসা কাঠ রাউজানের ভ্রাম্বন হাট,গশ্চি নয়া হাট,খেলার ঘাট,লাম্বুর হাট,পাহাড়তলী চৌমুহনী বাজার,অলিমিয়ার হাট,রঘুনন্দন চৌধুরী হাট থাকা করাত কলে সাইজ করে উপজেলার বাইরে ট্রাক, জীপ ভর্তি করে পাচার করা হয়।সর্তার খালের জল পথে বাঁশের ছালি করে আসা কাঠ ফটিকছড়ির সমিতির হাট, রমজুরহাট,হলদিয়া জানিপাথর, আমির হাট,ফকির টিলা বাজার,ডাবুয়া বাইন্যার হাট,গহিরা কালাচাঁন্দ চৌধুরী হাট, চিকদাইর হক বাজার,গহিরা দলই নগর, নোয়াজিশপুর নতুন হাট,রাউজান সদরে থাকা করাত কলে সাইজ করে উপজেলার বাইরে চট্টগ্রাম শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক ভর্তি করে পাচার করা হয়। এছাড়াও পার্বত্যঞ্চলের বিভিন্ন বনায়ন থেকে নিধন করা কাঠ রাঙামাটি মহাসড়ক,কাপ্তাই সড়ক,হাফেজ বজলুল রহমান সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক,শহীদ জাফর সড়ক ও অদুদিয়া সড়কসহ রাউজান উপজেলার বিভিন্ন সড়ক দিয়ে প্রতিনিয়ত ট্রাক, জীপ, টমটম ভর্তি করে কাঠ পাচার করেন প্রভাবশালী সিন্ডিকেট।পার্বত্যঞ্চল খাগড়াছড়ি-রাঙামাটি,কাউখালী,রাঙ্গুনিয়া,কাপ্তাই, রাউজান ও ফটিকছড়ি বন বিভাগেকে ম্যানেজ করে সরকারি বনের গাছ কেটে অভিনব কায়দায় পাচার করছেন গাছ চোরাই সিন্ডিকেট সদস্যরা।এই সিন্ডিকেট সদস্য সঙ্গে রয়েছে রাউজান-ফটিকছড়ি ও খাগড়াছড়ি-রাঙামাটি জেলার উপজাতি চক্র। পাচার কাঠের মধ্যে রয়েছে সেগুন,গর্জন, গামারী, কড়াই ও আকাশী মনি গোলা কাঠ।রাউজান উপজেলায় শতাধিক করাত কলে এসব কাঠ স্তুপ করে দ্বিতীয় দফায় করাত কলে সাইজ করে রাতের আঁধারে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে পাচার করেন তাঁরা।
এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ অফিসের রাউজান ঢালার মুখ ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বলেন,আমি রাউজানে এসেছি কয়েক মাস হচ্ছে।রাউজানের অংশ কর্ণফুলী নদী ও সর্তা খাল দিয়ে কাঠ পাচারের বিষয়টি আমি জানিনা। তবে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।রাউজানে কয়েকটি করাত কল আছে এবিষয়ে জানতে চাই তিনি বলেন,রাউজানে ৩০ থেকে ৩৫টি করাত কল রয়েছে। কিন্তু এই উপজেলায় শতাধিক করাত কল রয়েছে।এসব করাত কলের কোন বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে। সন্ধ্যার পর রাউজানের বিভিন্ন সড়ক পথে কাঠ পাচার হয়, সেই বিষয়ে জানতে চাইলে আইয়ুব আলী মন্ডল বলেন, আমি এবিষয়ে জানেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net