রাউজান উপজেলা সদরের রাউজান ফকির হাট বাজারের পশ্চিম ও দক্ষিন পাশে থানা রোড ও দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের পাশে অবস্থিত রাউজান উপজেলা ডাকঘর। ডাকঘরের পাশে সড়ক দিয়ে চলাচলকারী ট্রাকের ধাক্কায় গভীর রাতে ধসে পড়লেন ডাকঘরের সীমানা প্রাচীর। সীমানা প্রাচীর ট্রাকে ধাক্কায় ধসে পড়ার পর ট্রাকটি উধাও হয়ে যায় বলে রাউজান উপজেলা ডাকঘরের পোষ্ট মাস্টার আবদুল আজিজ জানান। গতকাল ১ ডিসেম্বর বুধবার সকালে গভীর রাতেই ট্রাকের ধাক্কায় ধসে পড়া উপজেলা ডাকঘরের সীমানা প্রাচীর পরিদর্শন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । ট্রাকের ধাক্কায় ধসে পড়া উপজেলা ডাকঘরের সীমানা প্রাচীর পরিদর্শনকালে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ধসে পড়া সীমানা প্রাচীর ও ডাকঘরের পানি নিস্কাসনের জন্য রাউজান পৌরসভা থেকে নির্মান করে দেবেন বলে জানান। এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ডাকঘরের পোষ্টমাস্টার আবদুল আজিজ।