কুমিল্লা লাকসাম উপজেলায় সড়ক নির্মাণের ড্রাম ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকালে পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তরদা চন্দঁনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম মোহতাজুল হক মোয়াজ (১২)। সে ওই এলাকার দেলোয়ার হোসেনে নাতনি, নিহত মোয়াজ চৌদ্দগ্রাম উপজেলার কৈয়নী গ্রামের ইকরামুল হকের ছেলে এবং ঢাকা একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, উপজেলার
উত্তরদা গ্রামের ও চন্দঁনা বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়ীতে থাকেন তার নাতনি মোহতাজুল হক মোয়াজ।
সে সোমবার সকালে তার নানী সালেহা বেগমকে বাসে উঠিয়ে দিবে বলে চন্দনা বাজারে আসেন মোহতাজুল হক মোয়াজ।
এসময় ওই সড়কে নির্মাণের কাজ করছে রানা ভিল্টাস নামে একটি প্রতিষ্ঠান।
নানু সালেহা বেগমকে বাসে উঠানোর সময় পিছন থেকে সড়ক নির্মাণের ড্রাম ট্রাক সড়কের পাশে থাকা মোহতাজুল হক মোয়াজকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শিশু মোহতাজুল হক মোয়াজ মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গিয়ে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন নিহত মোহতাজুল হক মোয়াজ কে তার নানার বাড়ীরতে পাঠানো হয়েছে বলে তার স্বজনরা জানান। নিহতের স্বজনরা বলেন সড়ক নির্মাণের ড্রাম ট্রাকের চালক ও প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের অসচেতনতা কারণে এ দূর্ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধায় জানতে চাইলে লালমাই হাইওয়ে থানার ইনচার্জ মাহমুদুল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সড়ক নির্মাণের ড্রাম ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে গাড়টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের লিখিত অভিযোগ না পেয়ে লাশ উদ্ধার করেছে তার স্বজনরা।