নবগঠিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এতে সদ্য ভেঙে দেওয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেবকে আহ্বায়ক করা হয়েছে।
অন্যদিকে সদর উপজেলা আওয়ামী লীগেরও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এতে আহ্বায়ক করা হয়েছে সদ্য ভেঙে দেওয়া কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুকে।
মঙ্গলবার এই দুই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঈদগাঁও উপজেলা ঘোষণা পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল আওয়ামী লীগের কমিটি, কারা নেতৃত্বে আসছেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিলনা, শেষ পর্যন্ত চমক দিয়ে তরুণদেরই আনা হয়েছে নবগঠিত ঈদগাঁও আওয়ামী লীগের নেতৃত্বে।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে ঘোষিত এই কমিটি ঈদগাঁওতে আওয়ামী লীগকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সদ্য ঘোষিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের কমিটিতে আহবায়ক করা হয়েছে আবু তালেবকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে হুমায়ুন কবির হিমুকে এছাড়াও সাবেক সাবেক ছাত্রলীগ নেতা মুহিদ উল্লাহ ও ইমরুল হাসান রাশেদকেও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এই কমিটিতে।
এদিকে আবু তালেবকে ঈদগাঁও উপজেলা কমিটিতে আহ্বায়ক করায় সদর উপজেলা আওয়ামী লীগেরও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এতে আহ্বায়ক করা হয়েছে সদ্য ভেঙে দেওয়া কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুকে। যুগ্ম আহবায়ক করা হয়েছে জসিম উদ্দিন, টিপু সোলতান ও এম রেজাউর রহমানকে।