পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন- হাতি হত্যা বরদাশত করা হবে না। যে কোনো মূল্যে হাতি হত্যা বন্ধ করতে হবে। হাতিসহ সকল বন্যপ্রাণী নিধন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। হাতিসহ কয়েকটি বন্যপ্রাণীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আমরা ইতোমধ্যে আইনগত পদক্ষেপ নিয়েছি। বাঘ কিংবা হাতি- আর কোনো বন্যপ্রাণীর যাতে অপঘাতে মৃত্যু না হয়, আমরা সে বিষয়টি নিশ্চিত করতে চাই। সরকার এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।
মন্ত্রী বলেন, বন উজাড় করার কারনে হাতিরা খাদ্য পাচ্ছে না, তাদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ফলে তারা বিভিন্ন সময় লোকালয়ে ঢুকে পড়ে মানুষের ঘরবাড়ি, ফসলের ক্ষতিসাধন করছে। হাতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, হাতি চলাচলের প্রচলিত রাস্তা ও করিডোর পুনরুদ্ধার ও পুনঃবনায়ন করা হচ্ছে।
তিনি ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদীঘি কেএম উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ আয়োজিত হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম -১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন- নির্বিচারে হত্যার শিকার হয়ে বিলীন হওয়ার পথে পাহাড়ের ঐতিহ্য হাতি। তিনি বলেন, বন- জঙ্গল হচ্ছে হাতির নিরাপদ ঠিকানা। কিন্তু হাতির আবাসভূমিতে ঢুকে মানুষ হাতির জায়গা দখল করে নিচ্ছে। পাহাড়ের জমিতে চাষাবাদ করছে। তাদের চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আর সেখান থেকেই হাতি আর মানুষের দ্বন্দ্ব বাড়ছে। কোথাও হাতির পায়ে মানুষ পিষ্ট হচ্ছে, আবার কোথাও ফসল বাঁচাতে মানুষ ফাঁদ পেতে হাতি মারছে, কোথাও গুলি করে। ফসলের ক্ষতি করলেও হাতি নিধন থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রয়োজনে আর্থিক সহায়তা দেয়া হবে। তিনি হাতির খাবারের জন্য কলাগাছ এবং অন্যান্য তৃণ জাতীয় উদ্ভিদের চাষের আহবান জানান।
প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ শাহজান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বাবুল, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদুল আলম চৌধুরী, সহ-সভাপতি নুরুচ্ছফা চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাতকানিয়া পৌরসভা মেয়ের মোহাম্মদ জোবাইর, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন।
মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামিলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক নুনু, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান ফারুক, হারেজ মুহাম্মদ, জাবেদ ইকবাল, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান, সাতকানিয়া পৌর ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিছ, মোহাম্মদ তৌফিক, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ইফতেখার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী।