1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে ১ সপ্তাহে পল্লী বিদ্যুতের ৫টি ট্রান্সফরমার চুরি! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা এনটিভির শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান – সভাপতি মোঃ জাহিদ পরিবারতন্ত্রের রাজনীতি দেশের মানুষ আর গ্রহন করবে না – ড. শফিকুল ইসলাম মাসুদ ‘দেশে আ. লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’- ড. আসাদুজ্জামান রিপন শহীদ আবু সাঈদের ঋণ শোধ করা সম্ভব নয়- এটিএম আজহারুল ইসলাম ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা বর্তমানে দেশে ৮০ লাখ মাদকাসক্ত রয়েছে: সেমিনারে বক্তরা  আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ সোনাইমুড়ীতে জুলাই শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর এতিমদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন  বিএনপি ও আত্ম সমালোচনা

খুটাখালীতে ১ সপ্তাহে পল্লী বিদ্যুতের ৫টি ট্রান্সফরমার চুরি!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ২৭৮ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর বিভিন্ন এলাকা থেকে গত ১ সপ্তাহে পল্লী বিদ্যুতের ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছ। গত কয়েক দিনে উপজেলার খুটাখালী ইউনিয়নের চারটি গ্রাম থেকে ১০ কেবি’র ৫টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

ট্রান্সফরমার চুরির ঘটনাকে কেন্দ্র করে চকরিয়া পল্লী বিদ্যুৎ অফিস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

যেসব এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে সেগুলো হলো, ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফুলছড়ি গেইট, ৯নং ওয়ার্ডের আবুশামা পাড়া, দলদলি পাড়া ও ৫নং ওয়ার্ডের হাফেজখানা সড়ক এলাকা থেকে মোট ৫টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।

ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা জানান, একেকটি ট্রান্সফরমারের দাম লাখ টাকা। প্রথম দফায় ট্রান্সফরমার চুরি হলে গ্রাহকদের অর্ধেক টাকা দিতে হয়। দ্বিতীয় দফায় চুরি হলে দিতে হয় পুরো দাম। আর ট্রান্সফরমার পেতে দিনের পর দিন ভোগান্তি তো আছেই। ট্রান্সফরমার স্থাপন না হওয়া পর্যন্ত থাকতে হয় বিদ্যুৎবিহীন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুতের চকরিয়া জোন অফিসের ডিজিএম সাদিকুল ইসলাম চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রাহকদের দুর্ভোগ যেন না হয় সে লক্ষ্যে জরুরি ভিত্তিতে ওই সব স্থানে ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হচ্ছে।

কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোঃ আক্তারুজ্জামান লস্কর বলেন, ট্রান্সফরমার চুরি ঠেকাতে আমরা অনেক উপায় অবলম্বন করেছি।কোনো পদ্ধতিই তেমন কার্যকর হয়নি।

আমাদেরই এক প্রকৌশলী এমন একটি যন্ত্র তৈরি করেছেন যে ট্রান্সফরমার চুরি করা মাত্রই সাইরেনের মতো শব্দ হবে। ওই যন্ত্র কিছু স্থানে বসানোর চেষ্টা করছি এবং লোকজনকে ওই যন্ত্রের সঙ্গে পরিচিত করার চেষ্টা করছি।

চকরিয়া থানার ওসি মো. ওসমান গনি জানান, ট্রান্সফরমার চোরাই চক্রকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net