1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়িতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জমি ভোগদখলে বাঁধা দেওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মাদক ও অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ করতে চান ঈদগাঁও থানার ওসি সিফাত ঈদগাঁওয়ে সেচ নালা বন্ধ, সবজি ক্ষেত ডুবে নষ্ট বাঁশখালীতে জায়গা-জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে খালের পাড় দখল করে বসতভিটা, চলাচলে ভোগান্তি ঈদগাঁওয়ে স্কুল ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু ঈদগাঁওয়ে ২৭ লিটার চোলাই মদ ও টমটমসহ ব্যবসায়ী গ্রেপ্তার ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

ফুলছড়িতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জমি ভোগদখলে বাঁধা দেওয়ার অভিযোগ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৪৭৫ বার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার জমি ভোগদখলে বাঁধা দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আনছার আলী সরকার।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ জানুয়ারি দুপুরে ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে মো. আনছার আলী সরকারের ছেলে মো. নুরুল আমিন রতন (৩৫) নিজ জমিতে কাজ করছিলেন। এসময় একই গ্রামের মধু বেপারী (৫৫), অদু বেপারী (৫০), মো. দুদু মিয়া (৬০), মধু বেপারীর ছেলে লিটন বেপারী (৩২) ও ঠান্ডা মিয়া (৩০), অদু বেপারীর ছেলে মো. লায়ন মিয়া (২৫) এবং মো. দুদু মিয়ার ছেলে উজ্জ্বল বেপারী (৩৪) পূর্বপরিকল্পিতভাবে নুরুল আমিন রতনের উপর হামলা চালান। তারা দেশীয় অস্ত্র, লোহার রড, ছুরি ও বাঁশের লাঠির আঘাতে তাকে গুরুতর আহত করেন।

এসময় তারা নুরুল আমিন রতনের কাছে থাকা এক লক্ষ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় মধু বেপারী, অদু বেপারী ও মো. দুদু মিয়াসহ তাদের ছেলেরা অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, মো. আনছার আলী সরকার এই জমি চাষাবাদ করতে পারবে না ও তারা নিজেরাই ভোগদখল করবে। এসময় নুরুল আমিন রতনের চিৎকারে কাতলামারী গ্রামের ননী মহন দাস (৬০), বিমল চন্দ্র (৫১), পচু চন্দ্র (৫৮) ও আজিম উদ্দিনসহ (৬২) আরও অনেকে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। শুধু তাই নয়, আজ বেঁচে গেলি ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মধু বেপারী, অদু বেপারী ও মো. দুদু মিয়াসহ তাদের ছেলেরা। এ ঘটনায় পরদিন ২০ জানুয়ারি ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আনছার আলী সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net