1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে চৌমুহনী সরকারি এস এ কলেজ শিক্ষক পরিষদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে চৌমুহনী সরকারি এস এ কলেজ শিক্ষক পরিষদ

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ২৮৪ বার

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের যে অভিযোগ উঠেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চৌমুহনী সরকারি এস এ কলেজের শিক্ষক পরিষদ।

সোমবার কলেজের নিজস্ব প্যাডে চৌমুহনী সরকারি এস এ কলেজের শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মোঃ মনজুরুল হক ও শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলামের সাক্ষরিত এক বিবৃতিতে তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ লিপিতে জানান, কোভিড -১৯ সংক্রমণ রোধে সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রীর অবদান অনস্বীকার্য । মানসম্পন্ন শিক্ষা অর্জনে শিক্ষকদের প্রশিক্ষণ , সক্ষমতা বৃদ্ধি , সুযোগসুবিধার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । শিক্ষা ও শিক্ষক বান্ধব মন্ত্রী হিসেবে তিনি ইতোমধ্যে শিক্ষা পরিবারের সদস্যদের হৃদয়ে স্থান করে নিয়েছেন । নানা প্রতিকূলতার পরও শিক্ষা ক্যাডারে অধ্যাপক , সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক পদোন্নতিতে ভূমিকা রেখেছেন ।

ওই বিবৃতিতে তারা আরো বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী যখন শিক্ষার সম্প্রসারণ ও গুণগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন তখন তাঁকে বিতর্কিত করার প্রচেষ্টা আসলে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা । আমরা চৌমুহনী সরকারি এস এ কলেজ শিক্ষক পরিষদ এ ধরনের অপপ্রচার প্রত্যাখ্যান করি । অতীতের মতো ষড়যন্ত্রকারীদের এবারের অপপ্রচারও ব্যর্থতায় পর্যবসিত হবে নিশ্চিতভাবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net