1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধলাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধলাখ টাকা জরিমানা

আনোয়ারা সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯৪ বার

আনোয়ারা সঙ্খ নদীতে বাইন্ন্যের দিঘি এলাকায় শুক্রবার (৪ই ফেব্রুয়ারী) দুপুরে এক অবৈধ ড্রেজারের মালিককে বালু উত্তোলনের দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটিও জব্দ করা হয়।বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু পূর্বজোন স্টেশন কর্মকর্তাদের সহায়তায় পরিচালিত অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, অবৈধভাবে সঙ্খ নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রায়পুর ইউনিয়নের সঙ্খ নদে বাইন্ন্যর দিঘি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে শিহাব উদ্দিন নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, উপজেলায় অবৈধভাবে কোন ড্রেজিং ব্যবহার করে মাটি বিক্রি করতে পারবে না। প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net