বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার সহধর্মিণীসহ অসুস্থ সকল বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ২ ফেব্রুয়ারী বাদে আসর নগরীর শাহ আমানত (রহ.) দরগাহ সংলগ্ন মসজিদে বাঁশখালী উপজেলা ও পৌরবিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রাসেল ইকবাল মিয়া, জেলা যুবদল নেতা এড. শওকত ওসমান, বিএনপি নেতা ইমতিয়াজুল হক জিলু, বাঁশখালী পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দীন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফোরকান, যুগ্মআহ্বায়ক হাফেজ জাবের হোসাইন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, সরল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, যুবদল নেতা জয়নাল আবেদীন, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রাসেল চৌধুরী, যুবদল নেতা আবু তাহের, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম, এড তৌহিদুল ইসলাম মাসুদ, বিএনপি নেতা চৌধুরী এম.এ ওয়াহাব, ছাত্রদল নেতা এড. শাকেরুল ইসলাম সাকিব, মো. আবদুস সবুর, এস.এম তৈয়ব, এরশাদ উল্লাহ, ফরহাদ হোসেন আসিফ, আমান উল্লাহ আমান, নেজাম উদ্দীন, চৌধুরী মো. আসিফ, সুমন চৌধুরী, তারেকুর রহমান, মো. সেলিম, জোবাইদুল ইসলাম সেলিম, নেছার সরকার প্রমূখ।
খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অসুস্থ সকল নেতৃবৃন্দের সুস্থতাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামদলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফোরকান।