জাতীয় ওলামা মশায়েখ আঈম্মা পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার পরিচিত সভা ও শপথ অনুষ্ঠান হাটহাজারী সোলাইমান মার্কেটস্থ সংগঠন কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আতিক উল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে কেন্দ্রীয় মসজিদ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর নির্বাহী সভাপতি আল্লামা মনসুরুল হক জিহাদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় ওলামা মশায়েখ সেক্রেটারি মাওলানা মতিউল্লাহ নূরীর পরিচালনায় এতে দীন কায়েম সংগঠন ও দীনি সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড. আ ফ ম খালেদ হোসেন কর্তৃক গত ২৮ জানুয়ারী ঘোষিত ৪১ সদস্যের কার্যকরি কমিটির শপথ করান প্রধান অতিথি। এছাড়া সুবিধাজনক সময়ে অনুপস্থিত দায়িত্বশীলদের শপথ কার্যক্রম সমপন্ন করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।