খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী খাগড়াছড়ি জেলা ইপসার সহযোগিতায় গুইমারা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্ট্রেনদেনিং ইনক্লুসেভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হি ট্রাক্টস (এস আই ডি -সিএইচটির) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি’র প্রকল্পের মাধ্যমে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়নে কমিটির সাথে ত্রৈমাসিক সভা।
সভায় উপস্থিত ছিলেন ইউএনডিপি’র উপজেলা ফ্যাসিলেটর সুযশ চাকমা,ইপসা প্রকল্পের প্রজেক্ট কো- অডিনেটর মোঃ মহিন উদ্দিন, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাছিনা আক্তার, সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, গুইমারা থানার সেকেন্ড অফিসার আল আমিনসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের কমিটির সদস্যবৃন্দ।