চট্টগ্রামের হাটহাজারীতে জমির টপ সয়েল কাটায় অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম অভিযান পরিচালনা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন।
ইউএনও বলেন- খবর পেয়ে বিকেলে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় স্কেভেটর দিয়ে বসত-বাড়ির ২০০ গজের মধ্যে জমির টপ সয়েল কাটার অপরাধে’ ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ফোরকান আলম’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং স্কেভেটর এর দুটি ব্যাটারি জব্দ করা হয়।