1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় গৃহায়নের ৭০ প্লট বরাদ্ধের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মাদক ও অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ করতে চান ঈদগাঁও থানার ওসি সিফাত ঈদগাঁওয়ে সেচ নালা বন্ধ, সবজি ক্ষেত ডুবে নষ্ট বাঁশখালীতে জায়গা-জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে খালের পাড় দখল করে বসতভিটা, চলাচলে ভোগান্তি ঈদগাঁওয়ে স্কুল ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু ঈদগাঁওয়ে ২৭ লিটার চোলাই মদ ও টমটমসহ ব্যবসায়ী গ্রেপ্তার ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

জাতীয় গৃহায়নের ৭০ প্লট বরাদ্ধের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৯ বার

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভুমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থ্য অসহায় ভুমিহীন ৩৫০ পরিবারকে সরকারী নিয়ম কানুন মেনেই প্লট বরাদ্ধের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন করলেন ৭০টি প্লটে ভোগদখলে থাকা বসবাসকারীরা।

২৬ ফেব্রয়ারী শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুরের বিভিন্ন প্লটের ভোগদখলে থাকা ভুমিহীন বসবাসকারী ক্ষতিগ্রস্থ্যদের পক্ষে সংবাদ সম্মেলনের আযোজন করা হয়। এসময় ক্ষতিগ্রস্থ্য ভুমিহীন পরিবারগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো: মজিবর রহমান। তিনি বলেন, ১৯৬০-৬১ সালে ততকালিন সরকার দিনাজপুরে হাউজিং এস্টেট নির্মানের কারণে স্থানীয় ভুমির মালিকদের নিকট ৩৬০ একর জমি অধিগ্রহন করেন ফলে বহু অসহায় মানুষ নানান ভাবে ক্ষতিগ্রস্থ্যতার স্বীকার হন এবং ভুমিহীন হয়ে পড়েন তারা।

ততকালিন সরকারের হাউজিং এস্টেটটের প্রয়োজনীয় নির্মান কাজ শেষ হওয়ার পর থেকে বিভিন্ন সরকারের সরকার প্রধানসহ মন্ত্রী,এমপি‘র নির্দেশনা ছিলো অধিগ্রহন করা জমির প্রকৃত মালিক অথবা ভোগদখলীয় সম্পত্তিতে বসবাসকারীদের অনুকুলে সরকারী নিয়মমত প্লট বরাদ্ধ প্রদান করা যেতে পারে। কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষের অসত কর্মকর্তারা আর্থিক ফায়দা হাসিলের জন্য বিভিন্নভাবে সুযোগ নেয়া শুরু করেন। অফিস কর্মকর্তা, দালাল এবং স্থানীয় ভুমিদস্যুদের সহযোগীতায় প্লটগুলোকে বিত্তশালীরা ভুমি দখলের অপচেষ্টায় চালাচ্ছে। যে কারণে আমাদের আন্দোলন সংগ্রাম ও আবেদন নিবেদন কোনোটাই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সুনজরে আসছে না। এছাড়াও প্লটের বরাদ্ধ পেতে সরকারী নিয়ম কানুন মেনে আমরা একাধিকবার সংশ্লীষ্ট দপ্তরে আবেদন করেছি। জমিতে বসবাসকারী আমাদের অনেকেই ১৪২৮ পর্যন্ত বাংলা সনের জমির খাজনা দিয়েছে ও বিভিন্ন সময়ে দপ্তরগুলিতে করা আবেদনের রিসিভ কপি সংরক্ষন করেছে।

দেশের অসহায় হতদরিদ্র ভুমিহীন মানুষের বাসস্থানের মৌলিক চাহিদা মেটাতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার ঘোষনা দেশে কেউ ভুমিহীন ও গৃহহীন থাকবেনা এমন মহাপরিকল্পনার বাস্তবায়নে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের স্থানীয় কিছু অসাধু কর্মকর্তা,দালাল ও ভুমিদস্যুরা মিলে বাধার সৃষ্টি করছে।

আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দ্রুত বাস্তবায়নে দিনাজপুর গৃহায়নের ৭০টি প্লটে বসবাসকারী ৩৫০ পরিবারের অসহায় মানুষগুলোর নামে ভোগদখলীয় প্লট বা সম্পত্তি বরাদ্ধ দিয়ে সহযোগীতা করার মাধ্যমে সরকারের সুনাম বৃদ্ধি ও রাজস্ব আদায়ের পথকে সুগম করা হোক। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মো: ইদ্রীস আলী,মো: শাহাদত হোসেন,মো: আব্দুল মজিদ,মো: মকবুল হোসেন,মোছা: নাজমা বেগম,মো: জামিল উদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net