শতবর্ষী নাজিরহাট পুরাতন ব্রীজ পরিদর্শনে এসেছেন আজ সেতু বিভাগের কর্মকতারা।
আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম এসময় উনাদের সাথে থেকে এর নানা বিষয় উনাদের অবগত করেন।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্বাক্ষী ব্রিটিশদের শাসনামলে নির্মিত এই ব্রীজটি একসময় প্রধানতম পথ ছিলো উত্তরাঞ্চলের চলাচলে। কিছুদূর পরে পূর্ব দিকে খাগড়াছড়ি পথে নতুন সড়ক নির্মাণ হলে জৌলুশ হারায় এই ব্রীজটি, যদিওবা অনেক গুরুত্ব রয়েছে এই ব্রীজটির।
আশপাশ এলাকাবাসীর দির্ঘদিনের দাবী ছিলো এই ব্রীজ নির্মানের, বিভিন্ন রাজনীতিক ও জনপ্রতিনিধিরা এটি নির্মাণে উদ্যোগ নেয়ার আশ্বাসও দিয়ে আসছিলেন কালক্রমে।
এটিএম পেয়ারুল ইসলাম বলেন- “ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে শত বছরের পুরাতন এই ব্রীজ আলোর মুখ দেখার অপেক্ষায়।