করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে এবার এইচএসসি ও আলিম পরীক্ষা হয়েছে। এই বছর পরীক্ষায় চৌমুহনী সরকারি এস এ কলেজের ফলাফলে দেখা গেছে পাশের হার ৯৮ দশমিক ১২ শতাংশ। যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ৪১৩ জন শিক্ষার্থী। পাসের হার বেড়েছে গতবারের তুলনায় ১১ শতাংশের বেশি। বিজ্ঞান শাখায় সর্বোচ্চ ৩৭১ জন জিপিএ-৫ পেয়েছে।
এই বিষয়ে চৌমুহনী সরকারি এস এ কলেজের কলেজ অধ্যক্ষ প্রফেসর মনজুরুল হক জানান, পরীক্ষার ফলাফলে রেকর্ড সংখ্যক পাশের পেছনে তিনটি কারণ দেখা গেছে । শিক্ষকদের যত্নশীল মানসিকতা, অনলাইনে নিয়মিত পরীক্ষা নেওয়া, নিয়মিত অনলাইনে ক্লাস নেয়া।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য ভবিষ্যতে শিক্ষার পরিবেশ উন্নয়নের মাধ্যমে আরো ভালো ফলাফল অর্জন করা।