চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের নয়াহাট বাজার উন্নয়ন কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার রাতে বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য আবু সাদেক কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন।
সাধারণ সম্পাদক ডাক্তার ইফতেখার উদ্দীন রাশেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লেলাং পল্লী চিকিৎসক ফোরামের সভাপতি ডাক্তার সাধন চন্দ্র দেবনাথ, সবেক ইউপি সদস্য মাহাবুবুল আলম, লেলাং আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল, সাংগঠনিক সম্পাদক শহীদুল আনোয়ার, মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবুল আলম চৌধুরী, লেলাং ইউপি প্যানেল চেয়ারম্যান রুমা আক্তার, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন রফিক।
উপস্থিত ছিলেন নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. হামিদুল্লাহ, সহ সভাপতি নেজাম পাশা টিটু, সহ-সাধারণ সম্পাদক মো নাসির উদ্দিন অর্থ সম্পাদক মাওলানা জসিম, সাংগঠনিক সম্পাদক তপন কুমার দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল, ধর্মীয় সম্পাদক মোঃ হোসাইন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর, সহ প্রচার সম্পাদক রতন কুমার, তথ্য সম্পাদক মোঃ কামাল, সদস্য জাহিদুল ইসলাম, মোহাম্মদ এমরান ও মোহাম্মদ হেলাল।