আলিম রেজাল্ট ২০২১ এ এনায়েতপুর রহমতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা সেনবাগ, নোয়াখালী জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। ২০২১ সালের আলিম পরীক্ষায় ৪০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
০৪জন A+, ৩০ জন A, এবং ০৬ জন A- পেয়ে প্রতিষ্ঠানটি শতভাগ পাসের গৌরব অর্জন করে।সাফল্যের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ জনাব সাইদুল হক আল্লাহর শুকরিয়া আদায় করে জানান, ছাত্র-ছাত্রীদের অধ্যয়ন, শিক্ষকমন্ডলীর আন্তরিকতার সাথে পাঠদান ও কমিটির সার্বিক সহযোগিতার বহিঃপ্রকাশই এই প্রত্যাশিত ফলাফল। প্রতিষ্ঠানটি ইতিপূর্বে আলিম পরীক্ষার ফলাফলে নোয়াখালী জেলায় প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। তিনি আশা করেন, এবারের রেজাল্ট- ফলাফলের সার্বিক সূচক পর্যালোচনাপূর্বক নোয়াখালীতে শীর্ষ স্থান অর্জন করবে।
প্রতিবেদকের নিকট তিনি আরো ব্যক্ত করেন যে, অপ্রতুল অবকাঠামোর কারণে শ্রেণী কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। তাই তিনি মাননীয় এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।