খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পাড়া কেন্দ্রের ৬০ শিশু শিক্ষার্থীকে স্কুলড্রেস প্রদান করা হয়েছে।
৯ ফেব্রুয়ারী গুইমারা উপজেলার বটতলী মডেল পাড়া কেন্দ্রে স্কুলড্রেস প্রধান উপলক্ষে অনুষ্ঠানর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্বে করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, বিশেষ অতিথি হিসেবে গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের গুইমারা ব্যাবস্হাপক টিটন চাকমাসহ সংশ্লিষ্ট পাড়া কেন্দ্রের পাড়াকর্মী শিশু শিক্ষার্থীরা। বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিব) আওতায় স্কুলড্রেস পদান করা হয়েছে বলে উপজেলা পরিষদ সূত্রে জানাগেছে।