বাংলাদেশ সেনাবাহীনির খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৫ফেব্রুয়ারি মঙ্গলবার গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকাধীন ৩শ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। এ সময় গুইমারা রিজিয়নের অন্যান্য সেনাকর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থীতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের, গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।