1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের গ্রাহকদের দশ শর্তে মিলবে কর্ণফুলী গ্যাসের প্রিপেইড মিটার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রামের গ্রাহকদের দশ শর্তে মিলবে কর্ণফুলী গ্যাসের প্রিপেইড মিটার

শেখ দিদার,চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০১ বার

চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এক লাখ গ্রাহককে নতুন প্রিপেইড মিটার দিতে আবেদন নেওয়া শুরু করেছে। প্রিপেইড মিটার পেতে কেজিডিসিএল’র ওয়েব (prepaid.kgdcl.gov.bd)ঠিকানায় আবেদন প্রক্রিয়া সম্পন্নের পাশাপাশি গ্রাহককে মানতে হবে দশটি শর্ত। শর্ত মেনে অনলাইনে করা সব আবেদন যাচাই বাছাই শেষে নির্বাচিত আবাসিক গ্রাহকদের মধ্যেই কেবল প্রিপেইড মিটার দেওয়া হবে। (কেজিডিসিএল)সংশ্লিষ্টরা জানান- গত সোমবার থেকে প্রিপেইড মিটারের জন্য অনলাইনে আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় গতকাল বুধবার বিকাল পর্যন্ত প্রায় আড়াই হাজার চুলার জন্য প্রিপেইড মিটারের আবেদন জমা পড়েছে। অনলাইনে যারা আগে আবেদন করবেন তাদের আগে প্রিপেইড মিটার দেওয়া হবে। ১ লাখ চুলার জন্য আবেদন না পাওয়া পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করবে কেজিডিসিএল। মিটার পেতে সুনির্দিষ্ট দশটি শর্ত মেনেই(কেজিডিসিএল)গ্রাহককে প্রিপেইড মিটার পেতে অনলাইনে আবেদন করতে হবে(prepaid.kgdcl.gov.bd) ওয়েব ঠিকানায়। কেজিডিসিএল’র অনলাইন রেজিস্ট্রেশনকৃত আবাসিক গ্রাহকরাই প্রিপেইড মিটার স্থাপনের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের আগে গ্রাহককে সব বকেয়া বিল হালনাগাদ পরিশোধ করতে হবে। প্রতিটি চুলার জন্য রাইজার থেকে রান্নাঘর পর্যন্ত জিআই পাইপ লাইন গ্রাহককে নিজ খরচে স্থাপন করতে হবে।

জিআই পাইপ লাইনে লিকেজ হলে কেজিডিসিএল’র অনুমোদিত ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে মেরামত করতে হবে। রান্নাঘরে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে। আবেদনের সাথে এনআইডি কপি সংযুক্ত করতে হবে। আবেদন প্রক্রিয়ায় সব তথ্য যথাযথভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সব তথ্য ফরম থেকে নিতে হবে। আবেদনপত্র যথাযথ না হলে আবেদন বাতিল করা যাবে। আবেদনক্রম অনুসারে প্রিপেইড মিটার স্থাপন করা হবে। কেজিডিসিএল এর গ্রাহক সংখ্যা এখন প্রায় ৬ লাখ। এরমধ্যে প্রথম দফায় ৬০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনে কেজিডিসিএল। ইন্সটলেশন অফ প্রিপেইড গ্যাস মিটার ফর কেজিডিসিএল পার্ট-৩ নামের নতুন প্রকল্পের মাধ্যমে এখন ১ লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হচ্ছে। প্রায় ২৪১ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর সদরঘাট, বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশ, চকবাজার, হালিশহর, পাহাড়তলী, খুলশী, ইপিজেড, বাকলিয়া, কোতোয়ালী, ডবলমুরিং, বন্দর, পতেঙ্গা, আকবরশাহ এবং জেলার হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই, কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী এবং চন্দনাইশ উপজেলার ১ লাখ কেজিডিসিএল গ্রাহক প্রিপেইড মিটার পাবেন। পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানান- এই প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে। তাদের দিয়ে প্রধানত- দুইটি কাজ করানো হবে। একটি হচ্ছে- নতুন প্রকল্পের রিচার্জ সিস্টেম, সফটওয়্যার ম্যানেজমেন্টসহ আইটি বিষয়ক কাজগুলোকে আগের প্রকল্পের আইটি বিষয়ক কাজের সঙ্গে সমন্বয় করা। অন্যটি হচ্ছে- মিটার ইন্সটলেশনের কারিগরি দিকটা নিয়ে পরামর্শ দেওয়া। তিনি আরো বলেন- পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে দ্রুত সময়েই এসব কাজ শেষ করবো আমরা। এরপর মাঠ পর্যায়ের কাজ শুরু করা হবে। গ্রাহক পর্যায়ে প্রিপেইড মিটার স্থাপন করা হবে। দ্রুত সময়ের মধ্য নতুন প্রকল্পের আওতায় প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হবে। দুই বছরের মধ্যেই এই কাজ শেষ করতে চাই আমরা। গ্যাস সাশ্রয়ের পাশাপাশি গ্রাহকদের স্বস্তি দিতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net