চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মরহুম আবু সৈয়দ চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা সহায়ক কমিটির সদস্য এম এ শুক্কুরের সভাপতিত্বে হাটহাজারী ডাক বাংলো চত্বরে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি সাথী উদয় কুসুম বড়ুয়া।
অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর কাশেম।
হাটহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম কে নবী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি এম ইলিয়াছ আলী, বিএনপি নেতা হারুন ডিলার, মুজিবুল হক বাবুল, জসিম উদ্দিন সিকদার, আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং মরহুম আবু সৈয়দ চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।