চরতী উন্মুক্ত পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা গত ৬ই ফেব্রুয়ারী রোজ রবিবার সন্ধ্যায় ৬টায় পাঠাগারে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পাঠাগারের সম্মানিত আজীবন উপদেষ্টা ও বি জি সি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্টার জনাব এ এফ এম আখতারুজ্জামান কায়সার এবং পাঠাগারের উদ্যোক্তা ও আজীবন উপদেষ্টা শহীদুল ইসলাম শহীদ,পাঠাগার পরিচালনার উপদেষ্টা ফৌজুল কবীর,দেলোয়ার হোসেন,মোকতার হোসেন,পাঠাগার পরিচালনার সভাপতি জায়েদ,সাধারণ সম্পাদক সাহেদ,সহ-সভাপতি আউয়াল,তৌহিদ,অর্থ সম্পাদক রাকিব,প্রচার সম্পাদক সায়েদ,দপ্তর সম্পাদক মিনহাজসহ পাঠাগার পরিচালনা কমিটির কার্যনির্বাহী সদস্যবৃন্দের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করা হয়।এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব এ এফ এম আখতারুজ্জামান কায়সার পাঠাগারের সার্বিক কার্যক্রমের বিভিন্ন দিক নির্দেশনা,উপদেশ দেন এবং সমাজ বিনির্মাণে পাঠাগারের গুরুত্ব আলোকপাত করে পাঠাগারের সার্বিক সফলতা কামনা করেন।