কুমিল্লা তিতাসে ১১ জুলাই ২০২১ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পরিবার পরিকল্পনার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান প্রমূখ।
শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের পারভীন সিকদার, নাসরিন সুলতানা, হোসনেরা আক্তার ও শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছেন বলরামপুর ইউনিয়ন। তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রধান করেন প্রধান অতিথি সাইফুল আলম মুরাদসহ অতিথিবৃন্দ।