চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কম্বল বিতরন করা হয়েছে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ হতে।
জেলা পরিষদের হাটহাজারী ডাকবাংলোতে এ উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে আজ সকালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি- মোহাম্মদ আব্দুস সালাম।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, জেলা পরিষদের সচিব দিদারুল আলম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাফর আহমদ, জেলা পরিষদের সচিব এতে বিশেষ অতিথি ছিলেন।
এছাড়া পৌরসভা সহায়ক কমিটির সদস্যগণ, উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
হাটহাজারীর বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের নিকট এই কম্বল হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান।