চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনা থামছে না। প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে এই উপজেলায়। দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর পাশাপাশি অনেকে পঙ্গুত্ব বরণ করছে। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ, শিক্ষার্থী কেউই বাদ যাচ্ছেন না সড়ক দুর্ঘটনার হাত থেকে। ফটিকছড়িতে গত দুই মাসে ২০টির অধিক ছোট-বড় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৮ জন, আহত অর্ধ শতাধিক।
বিশেষ করে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক। এই সড়কে ৯ ফেব্রুয়ারী ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় ফুঁসে উঠছে পুরো ফটিকছড়িবাসী ও ছাত্র সমাজ। সড়ক দুর্ঘটনা রোধে উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রায়হান রুপুর নেতৃত্বে মহাসড়কে ডিভাইডার, ওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, গতিসীমা রোধ সহ বিভিন্ন দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি দেয় উপজেলা ছাত্রলীগ। অন্যদিকে সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিরব ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ফটিকছড়ির সচেতন মহল।
সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত সড়ক, চালকদের অসুস্থ প্রতিযোগিতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং, হেলপার দিয়ে গাড়ি চালানো, যাত্রীদের অসতর্কতা, ট্রাফিক আইন না মানা, চলন্ত অবস্থায় মোবাইল বা হেড ফোন ব্যবহার করা, মাদক সেবন করে গাড়ি চালানো এবং অসচেতনতার কারণেই সড়ক দুর্ঘটনা ঘটছে।