1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে সড়কে প্রাণ গেল দুই শিক্ষার্থীর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

ফটিকছড়িতে সড়কে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৮ বার

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার পাইন্দং পেলাগাজী দিঘী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন দক্ষিন পাইন্দং মোল্লা বাড়ির আবুল বশরের কন্যা মিশু আকতার (১৬) ও একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা নিশা মনি(১৮)। তার স্থানীয় হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানবাহী জীপ গাড়ীটিকে পুলিশের টিএ সার্জেন্ট ধাওয়া করলে গাড়ীটি পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিক্ষার্থীদের চাপা দেয়। গাড়ীর নিচে থেকে উদ্ধার করে তাদের নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে ও সার্জেন্টের মোটর বাইকে অগ্নি সংযোগ করে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান ও থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net