ঐতিহ্যবাহী বরিশালের চরমোনাইতে অনুষ্ঠিত হতে যাওয়া তিন দিনব্যাপী মাহফিলে দলবদ্ধভাবে অংশ নিলেন- উত্তর চট্টগ্রামের ওলামায়ে কেরামদের একটি জামায়াত।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের কেন্দ্রীয় কমিটির দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা শাহজাহান আল হাবিবী এর নেতৃত্বে হাটহাজারী মাদরাসা গেট হতে কাফেলাটি রাত ১১টায় যাত্রা করেছে। লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট হতে লঞ্চ যোগে আজ সকালে সম্মেলনস্থলে পৌঁছিয়েন তাঁরা।
এই দলে রয়েছেন নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী।
হাটহাজারী মাদরাসার মুহাদ্দিছ মাওলানা মাহবুবুল আলম, কেরাত বিভাগীয় প্রধান শিক্ষক ক্বারি মঈনুদ্দীন, উস্তাদ মাওলানা হাফেজ ইলিয়াস, মাওলানা তরিকুল ইসলাম।
কাসেমুল উলূম চারিয়ার মুহাদ্দিছ মাওলানা ওসমান ছাঈদী, মুফতি খোরশেদুল আলম, দারুল ইফতা চট্টগ্রামের নাজেম আল্লামা মুফতি আজিজুল্লাহ বাবর। দারুল কুরআন মাদরাসার নির্বাহী পরিচালক মাওলনা মুফতি মাসুদ, সহকারি পরিচালক মুফতি আব্দুল আলী কারিমী, ফটিকছড়ি রওজাতুল উলূমুল ইসলামিয়ার পরিচালক মুফতি রিয়াজ প্রমূখ।
প্রবাসীদের মধ্যে কাফেলায় বিশেষ মেহমান হিসেবে রয়েছেন- আল আইন নিউ মেডিকেল সেন্টার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, আইএবি ইউএই’র সেক্রেটারি জেনারেল এবং হাটহাজারী সমাচার এর সম্মানিত উপদেষ্টা পরিষদ সদস্য আল্লামা শেখ আজিজুল্লাহ ছায়েদী। ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা তৈয়ব চৌধুরী, ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী।