চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় স্কুল পড়ুয়া মুহাম্মদ মিনহাজ (১২) নামে এক ছেলে, আড়াই বছরের এক কন্যা শিশু পুড়ে অঙ্গার হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার সময় বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনার আবদু সমদ মাঝির বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ওই এলাকার সিরাজুল ইসলামের পুত্র মুহাম্মদ ইদ্রিসের বসতঘরসহ তার দুই শিশু আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক কন্যা শিশু আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছি। ততক্ষণে বসতঘর সহ ইদ্রিসের এক ছেলে ও এক কন্যা শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়।